চীনের সাথে যুদ্ধে যেতে রাজি নয় ভারত !

0
27

নিউজ ডেস্ক:

পরিস্থিতি উত্তপ্ত করে এখন আর চীনের সাথে যুদ্ধে যেতে রাজি নয় ভারত! ভারত-চীন সীমান্তের সমস্যার সমাধান হবে গঠনমূলক আলোচনার মাধ্যমেই- এমনটাই দাবি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ভারত-চীন সীমান্তের ডোকলামের মত সমস্ত সমস্যারই সমাধান সম্ভব।
গঠনমূলক আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান হবে।

কলকাতা টুয়েন্টিফোর’র খবরে বলা হয়, ভারত-চীন সীমান্তে অবস্থিত মানা গ্রামে গতকাল শুক্রবার আইটিবিপির সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ। রাজনাথ আরও বলেন, ভারত-চীন দুই দেশের মধ্যে যে সমস্যা রয়েছে, তা অবিলম্বেই সমাধান হয়ে যাবে। এখন কিছু সময়ের অপেক্ষা মাত্র। ভারত-চীনের মধ্যেকার সমস্যা সমাধানের জন্য কোন রকম সংঘর্ষের প্রয়োজন নেই। ইতিবাচক দিক দিয়েই এ সমস্যার সমাধান হয়ে যাবে।