নিউজ ডেস্ক:
চীনে প্রথম বিশেষায়িত ইন্টারনেট আদালতে এ পর্যন্ত ১১ হাজারেরও বেশি মামলা পরিচালনা করা হয়েছে।
ইন্টারনেট আদালত ই-কমার্সের কেন্দ্রস্থল ঝেজিয়াং প্রদেশের রাজধানী হাংঝুতে। দেশটির ৮০ কোটি ইন্টারনেট ব্যবহারকারীর মাঝে অনলাইনে বিরোধ বেড়ে চলায় ২০১৭ সালের ১৮ আগস্ট বিশেষায়িত এই আদালত স্থাপন করা হয়।
এই আদালত অনলাইন শপিং, সার্ভিস, ক্ষুদ্র ঋণ, কপিরাইটসহ ইত্যাদি ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন মামলা পরিচালনা করে।
আদালতটি ৯ হাজার ৬ শ’র বেশি মামলা নিষ্পত্তি করেছে। প্রতিটি মামলার পেছনে গড়ে ৩৮ দিন সময় লেগেছে। যা অন্যান্য আদালতের চেয়ে প্রায় অর্ধেক সময় কম।
আদালতের প্রধান বিচারপতি ডু কুইয়ান বলেন, ইন্টারনেট ভিত্তিক মামলার তথ্য উপাত্ত সংরক্ষণের জন্য এখানে একটি ডাটা সেন্টার স্থাপন করা হচ্ছে।
হাংঝুর মত বেইজিং ও গুয়াংঝুতেও একই ধরনের আদালত স্থাপনের পরিকল্পনা করছে চীন।