শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

চমেক হাসপাতালে দগ্ধ রোহিঙ্গা শিশুসহ তিনজন ভর্তি !

নিউজ ডেস্ক:

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ২৫ দিন বয়সী দগ্ধ একটি শিশুসহ তিনজন রোহিঙ্গা ভর্তি হয়েছে। আহতরা হলেন মিয়ানমারের রচিদং এলাকার সৈয়দ নূরের ২৫ দিন বয়েসী ছেলে সাইফুল আরমান, সালিমউল্লাহ (৪৫) ও হাফেজ আহমেদ (১৬)

শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে তাদের কক্সবাজার থেকে চট্টগ্রামে নিয়ে আসা হয়।
এর মধ্যে শিশু আরমান আগুনে দগ্ধ হয়ে এবং অপর দুইজন দুর্ঘটনায় আহত হয়েছেন। মিয়ানমারে অব্যাহত সেনা অভিযানে বাংলাদেশে পালিয়ে এসে তারা।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরের মেডিসিন স্যঁ ফ্রঁতিয়ে (এমএসএফ) হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রামে পাঠানো হয়। তাদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়।

প্রসঙ্গত, গত ২৪ অগাস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর থেকে সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ করে। এর পর থেকে মোট ১০৬ জন রোহিঙ্গা চমেক হাসপাতালে চিকিৎসা নিতে নেন। এর মধ্যে অনেকেই গুলিবিদ্ধ ও পোড়া ক্ষত নিয়ে আসে। তাছাড়া ২৬ অগাস্ট ও ৩০ অগাস্ট দুই জন মারা যান এবং ২৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যান।

Similar Articles

Advertismentspot_img

Most Popular