চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫ !

0
37

নিউজ ডেস্ক:

কথা কাটাকাটির জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সিএফসি গ্রুপের মাসুম বিল্লাহ নামের এক ছাত্রকে কথা কাটাকাটির জের ধরে মারধর করলে ছাত্রলীগের একাংশের নিয়ন্ত্রিত সিক্সটি নাইন গ্রুপ এবং অপরাংশের সিএফসি গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আকতারুজ্জামান সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে জানান, বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনে এক ছাত্রকে মারধরের ঘটনাকে ঘিরে দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এতে একজনের মাথা ফেটে যাওয়াসহ কয়েকজন আহত হয়েছে বলে তারা জানতে পেরেছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।