বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

চট্টগ্রামে ৬২ হাজার ৭ শ’ ইয়াবা উদ্ধার, আটক ৪ !

নিউজ ডেস্ক:

ইয়াবার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করলেও চট্টগ্রাম নগরীরসহ জেলার বিভিন্ন স্থানে ইয়াবা পাচার চলছেই। এ ইয়াবা পাচারের পিছনে নেপথ্যে একটি শক্তিশালী চক্র কাজ করছে।

সোমবার ও রবিবার প্রশাসনের পৃথক অভিযানে ৬২ হাজার ৭’শ ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব ও জেলা পুলিশ। পতেঙ্গা এলাকায় ভোরে অভিযানে টিস্যু পেপারের কাচাঁমাল বোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ ট্রাক চালক শফিকুল ইসলাম (৩৭) ও সহকারি চালক জালাল উদ্দিনকে (১৮) আটক করা হয় বলে জানান র‌্যাব-৭ এর সহকারী পরিচালক সাহেদা সুলতানা।

তিনি বলেন, ট্রাকটি টিস্যু পেপারের কাঁচামাল নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে বের হয়ে যাচ্ছিল ঢাকার ডেমরায়। পথে ইয়াবা সংগ্রহ করে সেগুলো তেলের ট্যাংকের ভেতরে নিয়ে নেয়। ঢাকায় ইয়াবা ডেলিভারি দেওয়ার কথা ছিল। তবে পতেঙ্গা থানায় মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. সালাহ্ উদ্দিন চৌধুরী বলেন, রবিবার বোয়ালখালির গোমদন্ডী এলাকাতে রাতে মাদক বিরোধী অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ মো. শামসুল আলম (৫১) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। অভিযানে সিএনজি অটোরিকশায় তল্লাশির সময় ব্যাগ থেকে ৭০০ পিস ইয়াবা পাওয়া যায়। তবে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, গত রবিবার বিকালে মোটরসাইকেলের তেলের ট্যাংকে অভিনব কায়দায় লুকানো ১২ হাজার ইয়াবাসহ থানার পুঁইছড়ির প্রেমবাজার এলাকায় চেক পোস্টে মো. রুবেল (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এসব ইয়াবা পাচারের উদ্দেশ্যে চট্টগ্রামের ভিতরেই প্রবেশ করার চেষ্টা চালায়। রুবেলের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের নয়াবাজার এলাকার নূর মোহাম্মদের ছেলে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular