চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদকব্যবসায়ী নিহত

0
22

নিউজ ডেস্ক:

চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর রেলগেইট এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক তালিকাভুক্ত মাদকব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মাদক ব্যবসায়ীর নাম অসীম রায় প্রকাশ বাবু।

এই ঘটনায় র‌্যাব-৭ এর উপ-অধিনায়কসহ চারজন আহত হয়েছে বলে র‌্যাব সূত্রে জানা গেছে।

চট্টগ্রাম র‌্যাব-৭ এর মিডিয়া বিভাগ থেকে গণমাধ্যমকে জানানো হয়, গোপনে সংবাদ পেয়ে অসীমকে আটক করতে মুরাদপুর রেলগেইট এলাকায় বিশেষ অভিযান চালায় র‌্যাব। র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিলের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে র‌্যাবের অবস্থান টের পেয়ে মাদক ব্যবসায়ীরা  গুলি ছোড়ে। এই সময় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। বন্দুকযুদ্ধে স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিলসহ চার র‌্যাব সদস্য আহত হয় এবং ঘটনাস্থল থেকে অসীমের লাশ উদ্ধার করা হয়।

র‌্যাবের আহত অপর তিন সদস্য হলে মেজর মেহেদী হাসান, ল্যান্স কর্পোরাল আরিফ ও ল্যান্স কর্পোরাল শহীদ। তাদের চট্টগ্রাম সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাদক ব্যবসায়ীর লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।