নিউজ ডেস্ক:
চট্টগ্রামের কর্ণফুলী থানার শাহ্ আমানত সেতুর টোল বক্সের পূর্ব পাশ থেকে বাজারের ব্যাগ থেকে ১০ হাজার ইয়াবাসহ দুই ‘মাদক বিক্রেতাকে’ গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
গতকাল শুক্রবার সকালে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. আরিফুল হক (২৪) ও আব্বাস উদ্দিন (২৭)।
দুজনেই সাতকানিয়া উপজেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর জোন) আসিফ মহিউদ্দিন বলেন, পূর্ব সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল টোল বক্সের পূর্ব পাশে এম রহমান কমিউনিটি সেন্টারের সামনে অভিযান চালায়। এ সময় আরিফুল ও আব্বাসকে আটকের পর তল্লাশি করা হলে তাদের কাছে থাকা বাজারের ব্যাগের ভেতর পাঁচ হাজার করে মোট ১০ হাজার ইয়াবা পাওয়া যায়।
তিনি বলেন, সাতকানিয়ার হানিফ নামে এক ব্যক্তির কাছ থেকে ইয়াবাগুলো চট্টগ্রামে নিয়ে আসেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান।