চট্টগ্রামে দুই নারীর লাশ উদ্ধার !

0
49

নিউজ ডেস্ক:

চট্টগ্রামে পৃথক ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার পৃথক সময়ে দুটি লাশ উদ্ধার করা হয়।

নগরীর পাঁচলাইশ থানার মোহাম্মদপুর এলাকার পোশাক কর্মী লিপি আক্তারের (২৩) মরদেহ একটি তুলার গুদামে সিলিংয়ের সঙ্গে ঝুলানো অবস্থায় ‍উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

লিপি নগরীর কালুরঘাটে বেইস টেক্সটাইল লিমিটেডের সুইং অপারেটর। তার স্বামী জয় মাহমুদ মালদ্বীপ প্রবাসী। তিনি মোহাম্মদপুর এলাকায় মকবুল ডাক্তারের বাড়িতে স্বামীর বড় বোনের সঙ্গে থাকতেন।

নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার (এসি-পাঁচলাইশ) জাহাঙ্গীর আলম বলেন, গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে ভাত খাওয়ার পর লিপি তার স্বামীর সঙ্গে মোবাইলে কথা বলতে বলতে বাসার বাইরে যান। সাড়ে ১১টার দিকে বাসার লোকজন তাকে ঘুমানোর জন্য ডাকলেও কিছুক্ষণ পর  ঘুমাতে যাবেন বলে জানান। আধাঘণ্টা পর বাসার লোকজন বেরিয়ে দেখেন লিপি পূর্বের স্থানে নেই। আশপাশে খুঁজেও তাকে পাওয়া যাচ্ছিল না। রাতভর খোঁজাখুঁজির পর ভোরে তারা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার পাশে একটি তুলার গুদামের ভেতরে ঝুলন্ত অবস্থায় লিপির মরদেহ খুঁজে পায়।

এদিকে, নগরীর কদমতলী এলাকায় বাচ্চাকে নিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে শামসুন্নাহার (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

বাংলাদেশ রেলওয়ে পুলিশের (জিআরপি) ওসি এসএম শহীদুল ইসলাম বলেন, ঢাকামুখী কর্ণফুলী এক্সপ্রেসের নিচে কাটা পড়ে শামসুন্নাহার নিহত হয়েছেন। তিনি কুমিল্লার লাঙ্গলকোট এলাকার বাচ্চু মিয়ার স্ত্রী। তিনি বলেন, বাচ্চু মিয়া মানসিক ভারসাম্যহীন। শামসুন্নাহার সুপারিওয়ালা পাড়া এলাকায় ঘর ভাড়া নিয়ে গৃহপরিচারিকার কাজ করতেন।