শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

চট্টগ্রামে ইয়াবাসহ আনসার সদস্য গ্রেফতার !

নিউজ ডেস্ক:

চট্টগ্রামে ইয়াবাসহ এক আনসার সদস্য ও এক রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃতরা হলেন আনসার সদস্য রফিকুল ইসলাম এবং রোহিঙ্গা নাগরিক নুর আহমদ।

রবিবার রাতে নগরীর সদরঘাট থানাধীন হোটেল শাহজাহান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আনসার সদস্য খুলনার মগবাড়ি পুলিশ ক্যাম্পে কর্মরত রয়েছেন।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দু জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাজ থেকে সাড়ে চার হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি জানান, গ্রেফতার হওয়া রফিকুল আনসার সদস্য এবং নুর আহমদ রোহিঙ্গা নাগরিক। দু জনেই ইয়াবা বিক্রির সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দুজনই আগে ইয়াবার বড় বড় চালান পাচার করেছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular