বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

গ্লোবাল টেলিভিশন সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

ঢাকায় গ্লোবাল টেলিভিশন সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত। বেসরকারি টেলিভিশন চ্যানেল গ্লোবাল টেলিভিশন এর প্রধান কার্যালয়ের মূল ফটকে সাংবাদিকদের উপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসী মুন্না বাহিনীকে গ্রেফতারের দাবীতে ঝালকাঠি জেলায় ‘মানববন্ধন’ কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা। শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে ১০ টায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঝালকাঠি জেলার সাংবাদিকদের আয়োজনে গ্লোবাল টেলিভিশনের ঝালকাঠি প্রতিনিধি কামরুল হাসান মুরাদ এর সঞ্চলনায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ ) প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি শফিউল আজম টুটুল, সাংবাদিক রাজ্জাক হোসেন পিন্টু প্রমুখ। এ সময় বক্তারা গ্লোবাল টেলিভিশনের সাংবাদিকসহ সারা দেশে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সহ সংশ্লিস্ট কর্তৃপক্ষ ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অবিলম্বে অপরাধীদের শাস্তির আওতায় আনার দাবী জানান।

উক্ত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, মোহনা টেলিভিশন ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি রুহুল আমিন রুবেল, এশিয়ান টেলিভিশন ও দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি এম খায়রুল ইসলাম পলাশ, দৈনিক আমাদের বরিশাল পত্রিকায় প্রতিনিধি সাংবাদিক বশির আহম্মেদ খলিফা, দৈনিক ভোরের অঙ্গিকার পত্রিকার প্রতিনিধি সাইদুল ইসলাম, দক্ষিনের কন্ঠ পত্রিকার প্রতিনিধি ইমরান হোসেন আদনান, প্রথম সকাল পত্রিকার প্রতিনিধি মোঃ রিয়াজ মোর্শেদ , দৈনিক অজানা বার্তা’র স্টাফ রিপোর্টার ঈমাম হোসেন বিমান, দৈনিক শিরোমনি পত্রিকার প্রতিনিধি এইচ এম নবীন সহ আরো অনেকে।

রিপোর্ট : ইমাম বিমান

Similar Articles

Advertismentspot_img

Most Popular