গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে চুরি হওয়া দুটি ম্যাকাও পাখির মধ্যে একটি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে টঙ্গী বাজার এলাকার একটি দোকান থেকে পাখিটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে রোববার (২৪ নভেম্বর) মো. আরিফ (২৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, শুক্রবার (২২ নভেম্বর) রাতে পাখিশালার জাল কেটে দুর্বৃত্তরা দুটি গ্রিন উইং ম্যাকাও পাখি চুরি করে। পাখিগুলোর আনুমানিক বাজারমূল্য ৮ লাখ টাকা। শনিবার সকালে কর্মীরা পাখিশালার জাল কাটা অবস্থায় দেখতে পান এবং দুটি পাখি কম থাকার বিষয়টি নিশ্চিত করেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে টঙ্গী বাজার এলাকার সোনা কল্যাণ রোডের একটি দোকান থেকে মাত্র ৪০ হাজার টাকায় বিক্রি হওয়া একটি ম্যাকাও পাখি উদ্ধার করা হয়।
আটক মো. আরিফ শ্রীপুর উপজেলার ইন্দ্রপুর গ্রামের বাসিন্দা। উদ্ধার হওয়া ম্যাকাও পাখিটি অসুস্থ অবস্থায় পাওয়া যায়। পাখিটির মুখে স্কচটেপ পেঁচিয়ে চুরির সময় আহত হওয়ায় তা অসুস্থ হয়ে পড়েছে বলে জানিয়েছেন সাফারি পার্কের কর্মকর্তারা।