নিউজ ডেস্ক:
গাজীপুর সিটি করপোরেশনের পূর্ব চান্দনা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সুজন ভান্ডারী (২২) নামের এক বাসচালক খুন হয়েছেন। নিহত সুজন ওই এলাকার আলমগীরের ছেলে।
পুলিশ ও নিহতের বাবা আলমগীর জানান, প্রতিদিনের মতো বাসা থেকে সুজন শনিবার ভোরে বাস চালাতে শিমুলতলী এলাকার উদ্দেশে বের হয়। রেললাইনের পাশ দিয়ে হেঁটে পূর্ব চান্দানা বিহারীবাড়ি এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা সুজনের পেটে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীরা সুজনকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, নিহতের শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। তবে যেহেতু ঘটনা রেললাইনে তাই আইনগত বিষয়টি জিআরপি থানা দেখবে।