স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদেরকে সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে। তিনি জানান, একজন রোগী মাথায় আঘাত নিয়ে আইসিইউ-তে আছেন। তার অবস্থা বোঝা যাবে ২৪ ঘণ্টা পর।
শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আহতদের দেখতে যান তিনি। উপস্থিত সাংবাদিকদের কাছে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, এ ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছি এবং এর সাথে যারা জড়িত, তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে।
গতকাল শুক্রবার রাতে গাজীপুরে আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতালে ভর্তি রয়েছেন ২০ জনের বেশি।