গাংনীতে যুবক অপহরণ: গ্রামবাসীর প্রতিরোধের মুখে দুর্বৃত্তদের পলায়ন

0
11

অপহৃত গোলাপ উদ্ধার : পুলিশের আচরণ প্রশ্নবিদ্ধ!
নিউজ ডেস্ক: মেহেরপুরে চলন্ত গাড়ী থামিয়ে অপহরণের পর জনতার প্রতিরোধের মুখে অপহৃত যুবক গোলাপকে (৩০) ফেলে পালালো অপহরণকারী দুর্বৃত্তরা। অপহরণের মাত্র ৪৫ মিনিটের মধ্যে জনগনের প্রতিরোধের মুখে মাঠেই অপহৃত গোলাপকে ফেলে পালাতে বাধ্য হয় অপহরণকারী দলের সদস্যারা। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার পোড়াপাড়া-আমঝুপি সড়কের পোড়াপাড়া-জুগিন্দা মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। অপহরণের শিকার ফইরুল ইসলাম গোলাপ আজান গ্রামের সরোয়ার হোসেনের ছেলে ও আজান তরুণ সংঘ সিসিজির সাধারণ সম্পাদক। এ ঘটনায় পুলিশের আচরণ প্রশ্নবিদ্ধ বলে সাধারণ গ্রামবাসী ক্ষোভের সাথে সাংবাদিকদের জানান।

গাংনী উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাশার জানান, সাড়ে ৭টার দিকে গোলাপ পোড়া থেকে নিজ গ্রাম আজানের উদ্দেশ্যে রওনা হয়। স্থানীয় একজনের সাথে মোবাইল ফোনে কথা বলতে বলতে যায় সে। এসময় মাঠের মধ্যে কয়েকজনের অপহরক দল তার গাড়ীর গতিরোধ করে অপহরণ করে তাকে। মোবাইলের লাইনে থাকা অপর ব্যক্তি বিষয়টি টের পেয়ে পোড়াপাড়া ও আজানের লোকজনকে খবর দেয়। আমার নেতৃত্বে পুরো মাঠ লোকজন ঘিরে ফেলে। এ সময় অবস্থা বেগতিক দেখে অপহরণকারীরা অপহৃতের মুখে মাঠি ঢুকিয়ে নির্যাতন করে পালিয়ে যায়। তাৎক্ষনিক অপহৃত গোলাপকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে তাৎক্ষনিক পুলিশের উপস্থিতি না পেয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন। অপহরণ ও উদ্ধারের পরেও পুলিশের কোন দেখা পায়নি ভুক্তভোগিরা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সে। কর্তব্যরত চিকিৎসক ডা. স্বাধীন জানান, রোগি ভালো আছে তবে সে ভয় পেয়েছে পাশাপাশি কিছুটা নির্যাতন হয়েছে। চিকিৎসা নিলে ঠিক হয়ে যাবে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন, গাংনী থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম।