স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ ‘গতি কমাও, জীবন বাচাও’ প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে জাতীসংঘ ঘোষিত ৪র্থ সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।নিরাপদ সড়ক চাই জেলা শাখার আয়োজনে শনিবার সকাল ১০ টার দিকে স্থানীয় পোস্ট অফিস মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় সংগঠনের সভাপতি সুষেন্দু কুমার ভৌমিক, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সাইদুল ইসলাম সাইদ সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত গতিতে যানবাহন না চালিয়ে একটি নিদ্রিষ্ট গতিতে চালানোর আহবান জানানো হয়। পাশাপাশি পথচারীদেরকেও সচেতনতার সাথে রাস্তায় চলাচলের আহবান জানান বক্তারা।