খেলার মাঠে ভবন নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা !

0
22

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জ জেলার আলীগঞ্জে খেলার মাঠে সরকারি কর্মকর্তাদের আবাসিক ভবন নির্মাণে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। এ বিষয়ে এক আবেদনের শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নিষেধাজ্ঞা জারি করেন।

গতকাল বুধবার আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন রিটের পক্ষের আইনজীবী আমিমুল এহসান জুবায়ের।
এর আগে চলতি বছরের ১০ এপ্রিল নারায়ণগঞ্জ জেলার আলীগঞ্জে খেলার মাঠে সরকারি কর্মকর্তাদের আবাসিক ভবন নির্মাণের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

চার সপ্তাহের মধ্যে মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থ সচিব, পরিকল্পনা সচিবসহ আটজনকে রুলের জবাব দিতে বলা হয়। আইনজীবী আমিমুল এহসান জুবায়ের বলেন, গত ২২ মার্চ একনেকের সভায় নারায়ণগঞ্জ জেলার আলীগঞ্জ খেলার মাঠে সরকারি কর্মকর্তাদের ১৫ তলাবিশিষ্ট আটটি ভবন নির্মাণের সিদ্ধান্ত হয়।

সেই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত ৭ এপ্রিল আলীগঞ্জ হাইস্কুলের সভাপতি কাওসার আহমেদ পলাশ হাইকোর্টে রিট দায়ের করেন।