নিউজ ডেস্ক:
মগবাজার ফ্লাইওভারের কারওয়ান বাজার লুপটি যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। বুধবার সকাল ১০টায় স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ফ্লাইওভারের এ অংশের উদ্বোধন করেন। এর ফলে এফডিসি মোড় থেকে সোনারগাঁও রেলক্রসিং পর্যন্ত অংশ যানবাহন চলাচল করতে পারবে।
এসময় মন্ত্রী মোশরারফ হোসেন বলেন, মগবাজার-মালিবাগ ফ্লাইওভারের যে অংশের কাজ বাকি আছে তা আমরা জুনের মধ্যেই শেষ করতে পারবো। এটি উদ্বোধনের পরে এ অঞ্চলের যানজট নিরসনে ব্যাপক ভূমিকা রাখবে।
মন্ত্রী আরো বলেন, ফ্লাইওভার নির্মাণের কাজ করতে জায়গা লাগে ৬০ মিটার। কিন্তু আমরা ২০ মিটারের মধ্যে কাজ করেছি। এ কারণে জনগণকে কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে অচিরেই এ সমস্যার সমাধান হয়ে যাবে।