মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫

খুবি ক্লাস্টারের নতুন কমিটি গঠন, সভাপতি তাসফি -সম্পাদক আনজির

খুবি প্রতিনিধি:
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের সংগঠন ‘ক্লাব ফর আপডেটেড সার্চ অন কম্পিউটার’ (ক্লাস্টার) এর ২০২৫ কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এতে চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাহমিদ হাসান তাসফি কে সভাপতি ও একই ব্যাচের মোঃ আনজির হোসেন কে সাধারণ সম্পাদক  পদে মনোনীত করা হয়েছে।
সাধারণ সম্পাদক মোঃ আনজির হোসেন বলেন, ক্লাস্টার দুই যুগেরও বেশি সময় ধরে প্রযুক্তি ও উদ্ভাবনের প্রচারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ক্লাবের এ উন্নয়ন ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং ডেটাথন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, মেশিন লার্নিং, ক্যারিয়র টক এর উপর নিয়মিত সেশন সহ নতুন নতুন উদ্যোগ গ্রহণ করব, যা আমাদের দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠনে সহায়ক হবে।
কমিটিতে আরো দায়িত্ব পেয়েছেন, সহ-সভাপতি পদে মোঃ তাসবি হাসান ও রাজু সরদার। যুগ্ম-সম্পাদক পদে সোহাগ চন্দ্র, অর্থ-সম্পাদক পদে মোঃ আশিকুজ্জামান রাহাদ, প্রোগ্রামিং ক্যাম্পেইন সম্পাদক পদে নাহিদ হাসান, কর্মশালা সম্পাদক পদে মোহাম্মদ ফাহিম, সহ-কর্মশালা সম্পাদক পদে সরদার মোহাম্মদ সাকিব হোসেন, ওয়াইজ সেক্রেটারি পদে শরমিকা দাস বহ্নি, পাবলিক রিলেশন সেক্রেটারি পদে রাধিকা চৌধুরী, আইটি সেক্রেটারি পদে মোহাইমিনুল ইসলাম সাদ, সহ-আইটি সেক্রেটারি পদে কাজী রিফাত মোরশেদ, ক্যাম্পেইন সেক্রেটারি পদে মোঃ আব্দুল্লাহ আল মাহিন, সাংস্কৃতিক সম্পাদক পদে এসএম শিবলি নোমান।
এছাড়াও সাধারণ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ইশতিয়াক আহমেদ, স্নেহা সাহ, তৌহিদ আল মাহমুদ ও আবির খান সিয়াম।
উল্লেখ্য,  ১৯৯৯ সাল থেকে ক্লাবটি প্রোগ্রামিং বেজড বিভিন্ন প্রতিযোগিতা, টেক বিষয়ক সেমিনার-সিম্পোজিয়ামের আয়োজন করে আসছে। যা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠনে ভূমিকা রাখছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular