বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

খিলক্ষেতের প্রধান সড়ক এখন পানির নিচে !

নিউজ ডেস্ক:

গত এক মাস ধরে পানিতে তলিয়ে আছে রাজধানীর খিলক্ষেতের মান্নান প্লাজার সামনে থেকে বটতলা বাজার পর্যন্ত সড়কটি। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। পানি নিষ্কাশনের দাবিতে স্থানীয় বাসিন্দারা ঈদের আগে মানববন্ধন করলেও সমস্যার সমাধান হয়নি।

এছাড়া হাজী বাড়ি রোড, নয়ানগর গলি, খিলক্ষেত মধ্যপাড়া সড়ক এবং তালেরটেক সড়কে বৃষ্টি হলেই পানি জমে বলে স্থানীয় বাসিন্দারা জানান।

জনগণের ভোগান্তির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডা. জিন্নাত আলী বলেন, আশপাশের জলাশয়গুলো ভরাট হয়ে যাওয়ার কারণে পানি সরতে পারছে না, জলাবদ্ধতা হচ্ছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী মো. এনামুল কবির বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রসেওয়ের নির্মাণকাজের জন্য বিমানবন্দর সড়কের পাশের জলাশয়গুলোয় ভরাট করা হয়েছে। পূর্ব নামাপাড়ায় পানি আরেকটি নির্গমন নালাও বন্ধ হয়ে গেছে।

পানি নিষ্কাশনের জন্য ইতোমধ্যে কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা গত দুদিন ধরে ওই এলাকায় কাজ করছি। নালার মুখ থেকে বালু সরিয়ে দিয়েছি। পানি যাওয়ায় শুরু করেছে। নেভি অ্যাংকরেজ স্কুলের সামনে খাল কেটে দিয়েছি। পানি সরে যাবে আশা করছি।

সূত্র : বিডিনিউজ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular