নিউজ ডেস্ক:
চ্যাম্পিয়ন ট্রফির উত্তেজনা প্রবাসীদের মধ্যেও। সেমিফাইনালে উঠার দিন শুরু ক্রিকেটপ্রেমীদের আনন্দ-উল্লাসের ধারাবাহিকতায় বুধবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে পতাকা মিছিল বের করেন তারা। ভারতের সঙ্গে সেমিফাইনালের ঠিক ১২ ঘণ্টা আগে এ মিছিলের মধ্য দিয়ে বাংলাদেশ দলের পক্ষে সমগ্র জনগোষ্ঠীকে জাগ্রত থাকার উদাত্ত আহ্বান জানানো হয়। এ সময় আশপাশের প্রবাসীরাও হাত নেড়ে নিজেদের সংহতি প্রকাশ করেন ক্রিকেট পাগল মানুষদের সাথে।
নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বাংলাদেশি তথা দক্ষিণ এশীয়দের বাণিজ্যিক রাজধানী হিসেবে বিবেচনা করা হয়। এখানে পাকিস্তানিদের আধিক্যও রয়েছে। ইফতারের প্রাক্কালে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে র্যালি করার সময় নিকটে দাঁড়িয়ে পাকিস্তানিরা মুচকি হাসেন। কারণ, পাকিস্তানি দল ইতিমধ্যেই সেমিফাইনালের পরিক্রমা অতিক্রম করেছে। ভারতের সাথে বাংলাদেশ জয়ী হতে পারলে পাকিস্তানের মুখোমুখি হবে রয়েল বেঙ্গল টাইগারদের দেশ।
উল্লেখ্য, রাত জেগে, কিংবা দিনের কর্মদিবস থেকে বিরতি নিয়ে ক্রিকেট খেলা দেখেন হাজারো প্রবাসী। অধিকাংশই জ্যাকসন হাইটস কিংবা ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড, অথবা জ্যামাইকার হিলাসাইডে কিংবা ব্রঙ্কসের পার্কচেস্টারে বাংলাদেশি রেস্টুরেন্টে দলবেধে ক্রিকেট উপভোগ করেন। এই ধারা শুরু হয়েছে ১৯৯৭ সাল থেকেই। যখনই বাংলাদেশের খেলোয়াররা বিজয় ছিনিয়ে নিয়েছেন-তখনই প্রবাসীরা বিজয় মিছিল করেছেন বাংলাদেশি অধ্যুষিত এলাকায়। এবার ঘটলো তার ব্যতিক্রম। খেলা শুরুর ১২ ঘণ্টা আগেই র্যালি অনুষ্ঠিত হলো। রোজাদারদের এ র্যালির প্রভাব নিশ্চয়ই খেলোযারদের মেজাজ সতেজ রাখবে বলে সকলের বিশ্বাস।
ভারতের সাথে সেমিফাইনাল নিয়ে আলোড়িত সমগ্র কমিউনিটি। নিউইয়র্ক থেকে নিউজার্সি, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, জর্জিয়া, ফ্লোরিডা, মিশিগান, শিকাগো, হিউস্টন, ডালাস, লসএঞ্জেলেস, ফিনিক্স, বস্টন পর্যন্ত সকলেই পরম উৎসাহে অপেক্ষা করছেন সেমিফাইনালে বিজয়ের। এজন্য অনেকে রোজা রাখার সিদ্ধান্তও নিয়েছেন।