ক্রিকেটার আরাফাত সানীর সঙ্গে নাসরিন সুলতানার সমঝোতা !

0
27

নিউজ ডেস্ক:

ক্রিকেটার আরাফাত সানীর সঙ্গে নাসরিন সুলতানার সমঝোতা হয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় গতকাল সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লার আদালতে এই মর্মে একটি আপোশনামা দাখিল করে উভয়পক্ষ। এরপর বিচারক ওই মামলায় আরাফাত সানীর জামিন স্থায়ী করেন।

আপোশনামায় বলা হয়, ২০১৪ সালের ৪ ডিসেম্বর চার লাখ টাকা দেনমোহর ধার্যে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হই। যা এখন বেড়ে ১০ লাখ টাকা হবে এবং অদ্য সোমবার পুনরায় বিবাহ রেজিস্ট্রি করে নিব। এ ছাড়া আমাদের মধ্যে ভুল বোঝাবুঝিতে সৃষ্ট মামলা প্রত্যাহার করে নিব এবং এখন থেকে একসঙ্গে সুখে-শান্তিতে দাম্পত্য জীবন অতিবাহিত করবো।

উল্লেখ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে সানীর বিরুদ্ধে গত ৫ জানুয়ারি মোহাম্মদপুর থানায় মামলা করেন নাসরিন সুলতানা।  ওই মামলায় গত ২২ জানুয়ারি সানী গ্রেপ্তার হলে ওইদিন তার ১ দিনের রিমান্ড মঞ্জুর হয়। মামলায় প্রায় ১ মাস ১৮দিন কারাভোগের পর গত ৯ মার্চ সানীর জামিন মঞ্জুর করে আদালত। পরবর্তী সময়ে বাদি নাসনির সুলতানা এ ক্রিকেটারের বিরুদ্ধে যৌতুক আইনে একটি এবং নারী নির্যাতন আইনে আরেকটি মামলা করেন। ওই মামলাগুলোর একটিতে সানীর সঙ্গে তার মাকেও আসামি করা হয়।