কোরীয় উপদ্বীপে মার্কিন বোমারু বিমানের মহড়া !

0
20

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই একের পর এক আন্তঃমহাদেশীয় বিধ্বংসী ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। তবে এতে থেমে নেই পেন্টাগনও। কিমকে শক্ত জবাব দিতে এবার কোরীয় উপদ্বীপের আকাশে মহড়া চালানো যুক্তরাষ্ট্রের সুপারসনিক বোমারু বিমান।

এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর এক বিবৃতি অনুযায়ী, উত্তর কোরিয়া শুক্রবার যে আইসিবিএম এবং ৩ জুলাই যে হোয়ানসং-১৪ রকেট পরীক্ষা চালিয়েছে, সরাসরি তার প্রতিক্রিয়ায় কোরীয় উপদ্বীপে ১০ ঘণ্টার জন্য বোমারু বিমানের মহড়া চালানো হয়েছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সেসের অধীনে থাকা দু’টি বি-১ বোমারু বিমান শনিবার গুয়ামের অ্যান্ডারসেন বিমানঘাঁটি থেকে এসে কোরীয় উপদ্বীপের আকাশ প্রদক্ষিণ করে। এসময় মার্কিন বোমারুর সাথে জাপান ও দক্ষিণ কোরিয়ার যুদ্ধবিমানও ছিল বলে জানা গেছে।

সূত্র: প্রেসটিভি অনলাইন