কেন্দুয়ায় সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারি গ্রেপ্তার

0
3

নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

যৌথ অভিযান ও নিয়মিত মামলায় আসামি গ্রেপ্তারের অংশ হিসেবে র‍্যাব-১৪ দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে মোহাম্মদপুর থানাধীন আসাদ এভিনিউ এলাকায় অভিযান চালিয়ে আসাদুল হক ভূঁইয়াকে গ্রেপ্তার করে।

পরে বৃহস্পতিবার সকালে প্রেস রিলিজ ও ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব ১৪ স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির। একই মামলায় প্রধান আসামি রয়েছেন নেত্রকোনা ৩ আসনের সাবেক এমপি অসীম কুমার উকিলসহ অন্তত অর্ধশত আওয়ামী লীগ নেতাকর্মী।

অন্য আসামিদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে র‍্যাব। তাদের নামে মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।