কৃষি ব্যাংকের বাণিজ্যিক ঋণ দেয়া বন্ধ: অর্থমন্ত্রী

0
50

নিউজ ডেস্ক:

রাষ্ট্রীয় মালিকানাধীন কৃষি ব্যাংকের বাণিজ্যিক ঋণ তুলে দেবার কথা বললেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, কৃষি ঋণের আদায় ভালো হওয়ায় অন্য ঋণ বিতরণের প্রয়োজন নেই।

বুধবার সচিবালয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড-বিডিবিএলের চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন। লভ্যাংশ হিসেবে বিডিবিএল অর্থমন্ত্রীর কাছে ১০ কোটি টাকার চেক দিয়েছে। মুহিত বলেন, কৃষি ব্যাংককে বাঁচাতে হলে বাণিজ্যিক ঋণ বিতরণ একেবারে বন্ধ করে দিতে হবে। এ বিষয়ে চিন্তা ভাবনা চলছে।

তিনি আরো বলেন, আগের চেয়ে এখন কৃষি ঋণ বিতরণ ও আদায় অনেক ভালো। কেউ আর এখন কৃষি ঋণের টাকা মেরে খায় না। তাই এদিকেই মনোযোগ দিতে হবে। দেশে ব্যাংক খাতের অবস্থা ভালো উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বেসিক ব্যাংকের অবস্থা উন্নয়নে কাজ চলছে।