কৃষি জমিতে পুকুর খনন করায় বড়াইগ্রামে দুইজনকে অর্থদণ্ড

0
10

নিউজ ডেস্ক:

মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোরের বড়াইগ্রামে কৃষি জমিতে পুকুর কাটা বন্ধে সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখছে উপজেলা প্রশাসন। সেই ধারাবাহিকতায় সোমবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আনোয়ার পারভেজ এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় তিনি উপজেলার বনপাড়া গুনাইহাটি এলাকায় পুকুর কাটা বন্ধ করেন। একই সাথে জমির মালিকসহ পুকুর কাটার জন্য ব্যবহৃত ভেকুর চালককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোঃ আনোয়ার পারভেজ জানান, প্রায় তিন বিঘা কৃষি জমি ক্ষতি করে পুকুর কাটার অভিযোগে জমির মালিক সাবেক পৌর কাউন্সিলর মোঃ আসলাম হোসেন (৪৫) ও ভেকু চালক মোঃ রেজাউল শেখকে (৩৬) অর্থদণ্ড করা হয়। আসলাম গুনাইহাটি এলাকার মৃত সৈয়দ আলী প্রামাণিকের ছেলে ও রেজাউল পাবনা জেলা সদরের আমিনপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।