নিউজ ডেস্ক:
কুমিল্লার বুড়িচংয়ে গোমতী নদীর চর থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা করেছে পুলিশ। সোমবার ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুর গ্রামের গোমতীর চরে পলি মাটিতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ রবিবার রাত সাড়ে ১১টায় লাশ উদ্ধার করে। তার শরীরে কাপড় ছিল না। যুবকের আনুমানিক বয়স ২৫ বছর হবে বলে জানায় পুলিশ।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজ কুমার দে জানান, ধারণা করা হচ্ছে লাশটি ভেসে এসেছে। তবে এটি হত্যা নাকি অন্যকিছু তা ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না।