নিউজ ডেস্ক:
কুমিল্লার দেবিদ্বার থেকে ৩০ বছর বয়সী গুলিবিদ্ধ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে দেবিদ্বার উপজেলার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সংচাইল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে দেবিদ্বার উপজেলার সংচাইল এলাকায় সড়কের পাশে যুবকের লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। যুবকের বুকে একটি গুলির ক্ষত চিহ্ন পাওয়া গেছে। তার পরনে একটি কালো টাউজার ছিলো। শরীরের উপরের অংশে কোনো জামা ছিলো না। মুখের থুতনিতে ছোট দাড়ি রয়েছে।
দেবিদ্বার থানার ওসি মিজানুর রহমান বলেন, যুবকের বুকে একটি গুলির ক্ষত চিহ্ন পাওয়া গেছে। তার পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।