কুবিতে হাল্ট প্রাইজ ‘অন ক্যাম্পাস রাউন্ডের’ রেজিস্ট্রেশন শুরু

0
6
ওবায়দুল্লাহ (কুমিল্লা বিশ্ববিদ্যালয়)
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) হাল্ট প্রাইজের ‘অন ক্যাম্পাস রাউন্ড ২০২৪-২৫’ এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ে পঞ্চমবারের মতো শুরু হতে যাওয়া এই ইভেন্টের রেজিস্ট্রেশন চলবে ১৮ ডিসেম্বর থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) তথ্যটি নিশ্চিত করেছেন হাল্ট-প্রাইজ কুবির ক্যাম্পাস ডিরেক্টর মো: মুজাহীদুল ইসলাম।
হাল্ট-প্রাইজ ২০২৪-২৫ এর থিম হলো এসডিজির ১৭ টি গোল। যেকোনো একটি বা একাধিক গোল এর সমন্বয়ে একটি বিজনেস আইডিয়া প্রদান করতে পারবে একটি টিম। এবারের হাল্ট-প্রাইজ অন ক্যাম্পাস প্রতিযোগাতা মোট তিনটি ধাপে সম্পন্ন হবে। ধাপগুলো হলো ‘আইডিয়া সাবমিশন’, ‘অনলাইন প্রেজেন্টেশন’ এবং ‘ফাইনাল পিচ’। প্রথম দুইটি ধাপ অনুষ্ঠিত হবে অনলাইনে এবং চূড়ান্ত ধাপটি হবে অফলাইনে। প্রত্যেক প্রতিযোগী দলে সর্বোচ্চ ৪ জন ও সর্বনিম্ম ২ জন প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবেন। ‘হাল্ট-প্রাইজ অন ক্যাম্পাস’ প্রতিযোগিতার জন্য কোনো রেজিস্ট্রেশন ফির প্রয়োজন নেই।
হাল্ট-প্রাইজের রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে ক্যাম্পাস ডিরেক্টর মো: মুজাহীদুল ইসলাম বলেন, ‘শীতকালীন অবকাশের এবং রেজিস্ট্রেশন টাইমলাইন প্রায় একই সময় হওয়ায় এবার মূলত অনলাইন রেজিস্ট্রেশন এর দিকেই আমরা বেশি জোর দিচ্ছি। আমাদের পেইজে রেজিস্ট্রেশন লিংক সহ অন্য সকল ডিটেইল দেওয়া আছে। রেজিস্ট্রেশন লিংক এর সাথেই সবার সুবিধার্থে একটি ‘গাইড বুক’ প্রদান করেছি যাতে সবাই রেজিস্ট্রেশন এর আগে হাল্ট প্রাইজ, এবারের চ্যালেঞ্জ, তিনটি ভিন্ন ভিন্ন রাউন্ডের ডিটেইলস আরো অন্যান্য সবকিছু নিয়ে ভালোভাবে ধারণা নিয়ে তারপর তাদের টিম নিয়ে রেজিস্ট্রেশন করতে পারে।’
তিনি আরও বলেন, ‘ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে আমার প্রত্যাশা এটাই যে বিশ্বের সবচেয়ে বড় বিজনেস কম্পিটিশনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যাতে নিশ্চিত করতে পারি এবং এমন কিছু টিম এমন কিছু আইডিয়া খুজে বের করা যা পুরো দেশের সামনে এবং পরবর্তীতে দেশের বাইরেও আমার বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে পারে।’
উল্লেখ্য, প্রতি বছর পৃথিবীজুড়ে ১২১ টি দেশের প্রায় ১৫শ এর বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিজয়ী দলকে পরবর্তীতে আঞ্চলিক বাছাই প্রক্রিয়ায় পাঠানো হয়। জাতিসংঘের তত্ত্বাবধায়নে চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী দলকে ১ মিলিয়ন ইউএস ডলার (প্রায় সাড়ে ৮ কোটি টাকা) পুরস্কার হিসেবে দেওয়া হবে।