কিমের নাকের ডগায় নৌ মহড়ায় নামছে আমেরিকা !

0
23

নিউজ ডেস্ক:

মিসাইল ও পারমাণবিক অস্ত্র পরীক্ষার মাধ্যমে সারা বিশ্বকে চমকানোর একটা ভালো ধান্দা পেঁতেছিল উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এবার কিমকে পাল্টা চমকানোর পথ বেছে নিল আমেরিকা ও মিত্র দেশ দক্ষিণ কোরিয়া।
কিমের বুকে ভয় ধরাতে বিশাল মহড়ায় নামতে চলেছে দু’দেশের নৌ সেনা।

আগামী সপ্তাহেই হতে চলেছে এই সামুদ্রিক মহড়া। ১৬ অক্টোবর থেকে শুরু হয়ে ২৬ অক্টোবর পর্যন্ত চলবে এটি। জাপান সাগর ও হলুদ সাগরকেই মূলত মহড়ার জন্য বেছে নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে খবর, এই মহড়ায় অংশগ্রহণ করবে মার্কিন নৌ-সেনার একটি এয়ারক্রাফট ক্যারিয়ার ও দুটি বড় ডেস্ট্রোয়ার। দুই বিরোধী শক্তির একজোটে যেভাবে নৌ মহড়ায় নামছে তাতে যথেষ্ট ভীত উত্তর কোরিয়া। আগে থেকেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তারা।

তবে পিয়ংইয়ংয়ের হুমকিকে পাত্তা দিতে নারাজ ওয়াশিংটন ও সিওল। তাদের স্পষ্ট বক্তব্য, জাতিসংঘ ও বিশ্বের সমস্ত দেশের নির্দেশ অমান্য করে ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া।
এবার তাদের তো ফল ভুগতেই হবে।