বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

কালীগঞ্জে হাফেজী মাদ্রাসার মেধাবী ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জে সাওতুল হেরা তাহফিজুল কোরআন হাফেজী মাদ্রাসার মেধাবী ছাত্র আল আমীন কে নৃশংসভাবে হত্যা প্রতিবাদে এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সাওতুল হেরা তাহফিজুল কোরআন হাফেজী মাদ্রাসার পক্ষ থেকে এই মানব বন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কালীগঞ্জ ঈমাম পরিষদের উপদেষ্টা মুফতি ফারুক নোমানী, ঈমাম পরিষদের সাংগঠনিক সম্পাদক মাও: দেলওয়ার হোসেন,ঈমাম পরিষদের পৌর সভাপতি নজির আহমেদ ও নিহত আল আমিনের পিতা আব্দুর রাজ্জাক। মানববন্ধনে নিহত আল আমিনের পিতা আব্দুর রাজ্জাক বলেন, হত্যার ১৮ দিন পার হলেও সন্তান হত্যার বিচার পাইনি। তিনি অবিলম্বে তার সন্তান হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান। উল্লেখ্য,গত ৩০ নভেম্বর আল আমিন রাতে বাড়ির পাশে আড়পাড়া দরগা এলাকায় ওয়াজ মাহফিল শুনতে গিয়েছিল। এর পর থেকে সে নিখোঁজ ছিল। গত ৪ ডিসেম্বর বুধবার দুুপুর ২টার দিকে কালীগঞ্জ শহরের আড়পাড়া গ্রামের একটি কচু বাগান থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। সে আড়পাড়া বিশ্বাসপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular