রাকিবুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে জামতৈল ও রায়দৌলতপুর ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় জামতৈল ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন শেখের সভাপতিত্বে ইউনিয়নের জনসাধারণের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, ইউপি সচিব ফরিদুল হক মিলন, ইউপি সদস্য ও মহিলা সদস্যবৃন্দ। ২০১৭-১৮ অর্থ বছরে মোট আয় ২ কোটি ২৩ লক্ষ ৫৭ হাজার টাকা ও মোট ব্যয় ২কোটি ২৩ লক্ষ ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। যার উদ্বৃত্ত ৪৭ হাজার টাকা গত বছরের প্রারম্ভিক জের ১৬ হাজার ৪শ’ ৩৪ টাকা ও সমাপনী জের ৬৩ হাজার ৪ শ’ ৩৪ টাকা। অপরদিকে রায়দৌলতপুর ইউপি চেয়ারম্যান লুৎফর রহমানের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গতকাল সোমবার সকাল ১০ টায় ইউনিয়নের জনসাধারণের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি সচিব ফরিদুল ইসলাম। এসময় প্যানেল চেয়ারম্যান মির্জা রেজাউল করিম হীরা সহ বিভিন্ন ওয়ার্ডের সদস্য ও মহিলা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। রায়দৌলতপুর ইউনিয়নে ২০১৭-১৮ অর্থ বছরে মোট আয় ৩ কোটি ৩৮ লক্ষ ৬১ হাজার ৫শ’ ২০ টাকা ও মোট ব্যয় ৩ কোটি ৩৭ লক্ষ ৩শ’ ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। যার উদ্বৃত্ত ১ লক্ষ ৬১ হাজার ২শ’ টাকা।