কাতারে চলছে লা লিগা উৎসব !

0
25

নিউজ ডেস্ক:

কাতারে প্রথমবারের মতো শুরু হয়েছে লা লিগা উৎসব। কাতারের সঙ্গে এ যৌথ আয়োজনে অংশ নিয়েছে স্পেনের ফুটবল দল লা লিগা লাউঞ্জ।
২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। চলবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত।

ফুটবল ও বিনোদনের সমন্বয়ে নানা আয়োজনে সমৃদ্ধ লা লিগা উৎসবে প্রতিদিন আসছেন অসংখ্য দর্শণার্থী। এতে আছে খেলাধুলা, খাবারদাবার এবং বিনোদনের বৈচিত্র্যময় আয়োজন। প্রায় অর্ধশতাধিক স্টলের সমন্বয়ে সাজানো এই উৎসব পরিণত হয়েছে ফুটবলপ্রেমীদের পাশাপাশি ভোজনরসিক ও বিনোদন প্রেমীদের মিলনমেলায়। সাপ্তাহিক ছুটির দিনে অনেকে এখানে ঘুরতে আসছেন সপরিবারে।

কাতারের রাজধানী দোহার শেরাটন পার্কে এই উৎসবে ফুটবল খেলার বিভিন্ন প্রতিযোগিতা ও গেমসে অংশ নিতে পারছে শিশু-কিশোর থেকে শুরু করে বড়রাও। এছাড়া খেলাধুলার বিভিন্ন পোশাক ও অন্যান্য সরঞ্জামও পাওয়া যাচ্ছে এখানে। আর স্প্যানিশ ফুটবল দল লা লিগার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ এই উৎসরের প্রধান আকর্ষণ বলা চলে।

পাশাপাশি আছে ছবি তোলার প্রতিযোগিতা, চারজনের দলে ভাগ হয়ে ফুটবল প্রতিযোগিতা, ফ্রিস্টাইল প্রতিযোগিতাসহ নানা আয়োজন।

সপ্তাহের কর্মদিবসগুলোয় প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ১১টা এবং শুক্রবার দুপুর ২টা থেকে রাত ১১টা ও শনিবার সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত সবার জন্য বিনামূল্যে প্রবেশের সুবিধা রয়েছে এই উৎসবে।