বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

কলকাতায় ঘটনায় গান বাঁধলেন সায়ান

অন্যায়ের বিরুদ্ধে বরাবরই সরব কন্ঠশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। যেকোনো অন্যায়েই প্রতিবাদের ঝড় তুলতে দেখা যায় এ কন্ঠশিল্পীকে। এবার গাইলেন কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ-হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে।

কিছুদিন আগে দেশে চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে সরব ভূমিকা পালন করেছিলেন সায়ান।

এবার কলকাতায় চলমান প্রতিবাদে সামিল হলেন তিনি।

গত ৯ আগস্ট কলকাতার আর জি কর হাসপাতালে দায়িত্বরত নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়ে গোটা ভারত। প্রতিবাদে রাস্তায় নামেন চিকিৎসকরা; ডাক দেন কর্মবিরতির।

এই ঘটনায় কলকাতার পাশাপাশি বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দিল্লি, মধ্য প্রদেশ, কর্ণাটকসহ বিভিন্ন রাজ্যে। পথে নেমেছেন বিনোদন জগতের তারকারাও।

কন্ঠে সুর তুলে প্রতিবাদ জানিয়েছেন সায়ান। ১৩ আগস্ট ‘জাস্টিস ফর আর জি কর, মেয়েরা রাত দখল কর’ গানটি প্রকাশ করেছেন ফেসবুক পেজে। এরই মধ্যে সায়ানের পেজে তিন লাখের বেশি মানুষ শুনেছেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular