শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

কম্পিউটারের র‌্যাম-প্রসেসরসহ যন্ত্রাংশ চুরি!

মেহেরপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চোরচক্রের হানা
নিউজ ডেস্ক:মেহেরপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) রাতের আধারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাতের কোনো এক সময় তৃতীয় তলার দুটি ট্রেডের তালা ভেঙে চোরেরা এ চুরি করেছে বলে জানা গেছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, এ বিষয়ে নিশ্চিত করা না গেলেও চোররা যে আইসিটি বিষয়ে পারদর্শী, তাতে সন্দেহ নেই কারও। চোরেরা ৭৬টি কম্পিউটারের র‌্যাম, প্রসেসর, হার্ড ডিস্কসহ দামি জিনিসগুলো নিয়ে গেছে।
এ বিষয়ে টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম জানান, ‘রাত ১২টা পর্যন্ত আমি ইন্টারনেটের সঙ্গে যুক্ত ছিলাম। এরপর আমি ঘুমিয়ে যাই। সকালে অফিসে এসে দেখি দুটি কক্ষের তালা ভাঙা। ভেতরে প্রবেশ করার পর চোখে পড়ে কম্পিউটারগুলো ভাঙা অবস্থায় পড়ে আছে এবং এর ভেতরের বিভিন্ন দামি যন্ত্রগুলো নেই। এ ঘটনা মেহেরপুর পুলিশকে জানানো হলে সোমবার সকাল ১০টার দিকে সদর থানা ও ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।’ চুরির ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কেউ আটক হয়নি।
এ বিষয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ দারা জানান, রাতের কোনো এক সময় একটি চক্র এসির পাইপ বেয়ে ২য় তলায় ওঠে। সেখানে একটি তালা ভাঙার পর তৃতীয় তলায় প্রবেশ করে দুটি কক্ষের ৭৬টি সিপিইউ থেকে ৭৬টি র‌্যাম ও প্রসেসর খুলে নিয়ে যায়। এ বিষয়ে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular