বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

কচুয়ায় বিবাহিত ও ফুঅবিবাহিতদের প্রীতিটবল ম্যাচ অনুষ্ঠিত

মো: মাসুদ রানা,কচুয়া

তরুন প্রজন্মকে মাদকের আগ্রাসন থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাইতো এমন ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে উপজেলার খিলমেহের গ্রামে। যুব সমাজের অবক্ষয় রোধ ও সমাজের নানা অপরাধ রোধে ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হয়।

পাশাপাশি এলাকায় ভ্রাতৃত্ববোধ সৃষ্টি ও উদীয়মান খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ ম্যাচের আয়োজন। প্রতিবছর এমন উদ্যোগ নেয়া হবে বলে জানান আয়োজক কমিটি। কচুয়া উপজেলার খিলমেহের গ্রামের বেপারী বাড়ি এলাকায় বিবাহিত ও অবিবাহিত খেলোয়ারদের মধ্যে ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। স্থানীয় একটি সামাজিক সংগঠন ইচ্ছা সংগঠনের আয়োজনে এ ম্যাচের আয়োজন করা হয়। এতে বিবাহিত খেলোয়াররা ৫-১ গোলে বিজয়ী লাভ করেন।

খেলার প্রথমার্ধের ১০ মিনিটের সময় বিবাহিত খেলোয়ার সোহেল মৃধা গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। প্রথমার্ধের ২৫ মিনিটের সময় অবিবাহিত খেলোয়ার রেজাউল গোল করে সমতা আনে। দ্বিতীয়ার্ধে বিবাহিত দলের খেলায়াররা ৫-১ গোলে চ্যাম্পিয়ান হয়। প্রীতি ফুটবল ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাহিদ সরকার,মাহবুব প্রধান,শামীম আহমেদ বেপারী,সুমন সরকার,কামাল হোসেন,খোরশেদ আলম মৃধা,হারুন পাঠান,আব্দুল কাদির, কবির পাঠান,জাকির হোসেন ও সাদ্দাম হোসেন। পরে চ্যাম্পিয়ান ও রার্নাসআপ খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। খেলাটি পরিচালনায় করেন রেফারী আশিকুর রহমান,ল্যান্সম্যান হিসেবে দায়িত্ব পালন করেন খোরশেদ ও জাহিদ সরকার।

Similar Articles

Advertismentspot_img

Most Popular