বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

ওয়ান শ্যুটারগান ঠেকিয়ে ২ হাজার টাকা চাঁদা আদায়, আটক ৩

সাতক্ষীরায় চাঁদাবাজির ঘটনায় যৌথবাহিনী অভিযান চালিয়ে তিন যুবককে আটক করেছে। এসময় তাদের নিকট থেকে একটি ওয়ান শ্যুটার গান ও চাঁদা আদায়ের ৩ হাজার ৮৯০ টাকা উদ্ধার করা হয়। এই ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ও মামলার নথি সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার কাশিমাড়ী গ্রামের আব্দুল ওয়াহিদ সরদার শহরের কাটিয়ায় শেখ মোমিনউদ্দিনের ভাড়া বাড়িতে বসবাস করেন। তার নিকট সাতক্ষীরা পৌর সভার উত্তর রাজারবাগান এলাকার বাসিন্দা মৃত আব্দুল হাকিমের ছেলে রেজাউল ইসলাম খোকন, মৃত কাশেম উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী ও তাদের সহযোগী খায়রুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম গত কয়েকদিন ধরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।

শনিবার ৫ অক্টোবর ওয়াহিদ সরদারকে ওয়ান শ্যুটারগান ও চাপাতি ঠেকিয়ে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে তার নিকট থেকে নগদ ২ হাজার টাকা ছিনিয়ে নেয়। ওয়াহিদ সরদার নিরুপায় হয়ে সাতক্ষীরা সেনাক্যাম্পে অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে রাতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই তিন চাঁদাবাজকে আটক করে। এসময় তাদের নিকট থেকে পিস্তল ও চাঁদা আদায়ের দুই হাজার টাকা সহ নগদ ৩ হাজার ৮৯০ টাকা উদ্ধার করে।

এ ঘটনায় বাদী হয়ে আব্দুল ওয়াহিদ সরদার সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেছেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular