বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

এবার ভিন্ন রূপে ছোট পর্দায় আসছে ‘বাহুবলী’ (ভিডিও) !

নিউজ ডেস্ক:

বিভিন্ন ভাষায় হিট বাহুবলি। বিপুল সাফল্যের পর এবার এই ছবির অ্যানিমেটেড সিরিজ আনতে চলেছে কালারস। সাধারণত বাচ্চাদের মনোরঞ্জন করতেই এই নতুন সিরিজ আসছে বলে জানা গেছে। অ্যানিমেটেড এই সিরিজটির নামে দেওয়া হয়েছে ‘বাহুবলী দি লস্ট লেজেন্ড’।

গ্রাফিক্স ইন্ডিয়া এবং অর্ক মিডিয়াওয়ারক্স এর হাত ধরে খুব শীঘ্রই কালারসে একটি স্লটে আসতে চলেছে বাহুবলি। এস এস রাজামৌলি, শরদ দেভরঞ্জন এবং অর্ক মিডিয়াওয়ারক্স প্রোডিউস করছে এই ছবি। জীবন জে কাং গ্রাফিক্স ই ভি পি নতুন এই সিরিজের জন্য ডিজাইন করছে।

এস এস রাজামউলির বক্তব্য, টেলিভিশন একটা খুব ভালো মাধ্যম মানুষের কাছে বেশি মাত্রায় পৌঁছে যাওয়ার। এই সিরিজ থেকে বাচ্চারা মাহেশ্মতী সম্বন্ধে আরও বেশি জানতে পারবে। দর্শকের ভালবাসায় বাহুবালী এতো ভালো সাফল্য পেয়েছে। সুতরাং এই অ্যানিমেটেড সিরিজটিও জনপ্রিয় হোক এটাই চাই।

Similar Articles

Advertismentspot_img

Most Popular