নিউজ ডেস্ক:
ব্রিটেনের অক্সফোর্ডের সেন্ট হিউ কলেজ থেকে প্রতিকৃতি সরানোর পর এবার মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে দেয়া ‘ফ্রিডম অব অক্সফোর্ড’ খেতাব প্রত্যাহার করে নেওয়ার পক্ষে ভোট দিয়েছে শহরের নগর কাউন্সিল। খবর: বিবিসির।
অক্সফোর্ড নগর সরকারের প্রধান বলেছেন, মিয়ানমার রোহিঙ্গা মুসলিমদের প্রতি যে আচরণ করছে, তাতে তিনি আর ওই পুরস্কারের যোগ্য নন।
গণতন্ত্রের জন্য দীর্ঘদিন সংগ্রাম করার জন্য ২০ বছর আগে ১৯৯৭ সালে তাকে ওই সম্মান দেয়া হয়েছিল। তাছাড়া অক্সফোর্ড শহরের সাথে নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী অং সান সুচির নাম জড়িয়ে আছে, কারণ তিনি সেখানে পড়াশোনা করেছিলেন। পরে তিনি তার শিক্ষাবিদ স্বামীর সাথে ওই শহরে থাকতেন।
এর আগে, রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের ধারাবাহিক নির্যাতনের ব্যাপারে সু চি তাঁর নিশ্চুপ ভূমিকার কারণে গত সপ্তাহে অক্সফোর্ড থেকে তাঁর একটি প্রতিকৃতি সরিয়ে ফেলা হয়।