এবার টেলিভিশন সিরিজ হচ্ছে ‘বাহুবলী’ !

0
24

নিউজ ডেস্ক:

‘বাহুবলী’ ভারতীয় সিনেমা জগতে দীর্ঘদিন দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সিনেপ্রেমীরা। একের পর এক রেকর্ড গড়ছে আর সেটাই আবার নিজে ভাঙছে বাহুবলী। তবে এখন নতুন খবর হলো, এসএস রাজামৌলির ইঙ্গিত অনুযায়ী খুব দ্রুত টেলিভিশন সিরিজও হতে চলেছে বাহুবলী। তবে তিনি বলেছেন, ‘যেমন টেলিভিশন সিরিজ মানুষ দেখে অভ্যস্ত, বাহুবলী মোটেও তেমন হবে না। ’

পরিচালকের মতে, ‘বড়জোড় ১২ থেকে ১৩ পর্বের মধ্যে শেষ হয়ে যাবে। দর্শকের জন্য থাকবে টানটান উত্তেজনা। যাতে কোনোমতেই কেউ একটি পর্বও মিস না করতে পারে।