নিউজ ডেস্ক:
বর্তমান সময়ে আমরা স্মার্টফোন ছাড়া চলতেই পারিনা। এখন আমাদের যাবতীয় কাজের ক্ষেত্রে অনেকাংশেই এই স্মার্টফোনের ঊপরেই ভরসা করতে হয়। তাই ফোনে চার্জ থাকা খুব বেশি দরকার হয়ে পড়ে।
কিন্তু স্মার্টফোনে একটু বেশিক্ষণ কাজ করলেই চার্জ কমে যায়। রাস্তা ঘাটে ফোনের চার্জ শেষ হয়ে গেলে বিপদে পড়াটাই স্বভাবিক। ফোনে কাজ করুন কিংবা নাই করুন। আমরা আমাদের ফোনকে একেবারেই নিজেদের থেকে কাছছাড়া করতে চাই না। এছাড়া সোশ্যাল মিডিয়া তো আছেই।
সারাদিন সোশ্যাল মিডিয়ায় থাকি আমরা কম বেশি সকলেই। আর তাতেই শেষ হয়ে যায় ফোনের চার্জ। কত আর পাওয়ার ব্যাঙ্ক নিয়ে ঘোরা যায়। কিন্তু হাতে যদি একটি আপেল থাকে, তাহলে যেখানে সেখানে ফোনে চার্জ দিয়ে নিতে পারবেন।
অবাক লাগলেও কিন্তু আপনি আসলেই আপেল থেকে ফোন চার্জ করতে পারবেন। কীভাবে আপেল থেকে ফোনে চার্জ করবেন সেই প্রশ্নের উত্তর দেখে নিন নিচের ভিডিও থেকে-