সিরাজগঞ্জ প্রতিনিধি: নেশাগ্রস্থ স্বামী এনজিও’র কিস্তির টাকা পরিশোধ না করায় স্ত্রী হাসি খাতুন (২৫) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে।
রবিবার সকাল সাড়ে ১১টায় সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়ীয়া এলাকার দিঘলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসি খাতুন দিঘলকান্দি গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানান, নেশাগ্রস্থ শরীফুল ইসলাম তাঁর স্ত্রী হাসি খাতুনকে দিয়ে গত ৪ মাস আগে স্থানীয় একটি এনজিও থেকে ১০ হাজার টাকা ঋণগ্রহণ করে।
প্রতি সপ্তাহে এই ঋণের টাকা পরিশোধ করার কথা থাকলেও রবিবার কিস্তির টাকা দিতে অপারগতা প্রকাশ করে স্বামী শরীফুল ইসলাম।
এ নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শরীফুল বাড়ী থেকে বের হয়ে গেলে স্ত্রী ঘর আটকিয়ে আত্মহত্যা করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক ডাঃ রোকন উদ্দিন তাকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, আত্মহত্যার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।