এখন শুধু যমুনার চর ডুবেছে, দেশের কোথাও ‘প্রকৃত বন্যা’ হয়নি: পানি সম্পদ মন্ত্রী !

0
20

নিউজ ডেস্ক:

পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, পদ্মা, মেঘনা ও যমুনার পানি একসঙ্গে বাড়লেই দেশে বন্যা দেখা দেয়। এখন শুধু যমুনার চর ডুবেছে। দেশের কোথাও ‘প্রকৃত বন্যা’ হয়নি।

গতকাল বুধবার কৃষি ও পানি মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

পানি সম্পদ মন্ত্রী আরও বলেন, জেলা প্রশাসকরা বন্যা নিয়ে কোনো সমস্যার কথা বলেননি, তবে নদী ভাঙনের প্রসঙ্গ তুলেছেন। নদী ভাঙন আমাদের দেশে বাস্তবতা, তা মেনে নিতে হবে।

এছাড়া এসময় তিনি আরো বলেন, এ বছরের অবস্থা দেখে মনে হচ্ছে- আগামী আগস্ট মাসে দেশে বড় ধরনের বন্যা হতে পারে। সেই আশঙ্কা আমাদের আছে। বেশিরভাগ নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও আগস্টের তৃতীয় সপ্তাহে বড় বন্যার আশঙ্কা করে তা মোকাবেলায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও জেলা প্রশাসনকে সতর্ক থেকে ব্যবস্থা গ্রহণ এবং বন্যার আগে বাঁধগুলো মেরামত করার নির্দেশ দেওয়া হয়েছে।