নিউজ ডেস্ক:
মরোক্কোতে অবকাশ যাপনে গিয়ে মাত্র ১ মাসে ৮০০ কোটি টাকা ব্যয় করলেন সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ। যা মরোক্কোর বাৎসরিক পর্যটন আয়ের ১.৫ শতাংশের সমান।
এক মাসের বিলাস বহুল ছুটি কাটিয়ে গত বুধবার সৌদি আরব ফিরেছেন তিনি।
মরোক্কোর পশ্চিমে তানজিয়ার হলিডে স্পটে এই অবকাশ যাপন করেন সালমান বিন আব্দুল আজিজ। এটি তার সবচেয়ে প্রিয় একটি হলিডে স্পট। এসময় তার সফরসঙ্গী হয়েছিলেন ১০০০ জন। এরা সকলেই বিলাসবহুল হোটেলে ছিলেন।
ওই হলিডে স্পটে সৌদি রাজার একটি গ্রীষ্মকালীন প্রাসাদ আছে। যার আয়তন ৭৪ একর। এতে আছে বিলাস বহুল সব রেস্টুরেন্ট। প্রাসাদটি সমুদ্রের দিকে মুখ করে তৈরি করা হয়েছে। বিশ্বব্যাপী এমন অনেক প্রসাদ রয়েছে সৌদ রাজার।
এই সফরে তার সঙ্গে ছিল ২০০ গাড়ি। আর ৮১ বছরের পুরোনো প্রাসাদটিও গত ১২ মাস ধরে নতুন করে সাজানো হয় তার আগমন উপলক্ষে। এবার তিনটি নতুন হেলিপ্যাডও তৈরি করা হয় এতে। এছাড়া নতুন কয়েকটি ভবন এবং বিশাল আকারের একটি তাবুও স্থাপন করা হয়।
১৫০০ মিটার দেয়ালে ঘেরা প্রাসাদটির নিরাপত্তায় আছে মরোক্কোর রয়েল গার্ড বাহিনীর ৩০ জন সেনা।