বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট রা সংবিধান ইচ্ছে মতো পরিবর্তন করেছে।আমি আশা করি বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির একটি দেশপ্রেমিক সংগঠন একমাত্র তারাই পারবে এ সকল সংশোধন করতে।
১৬ ডিসেম্বর(সোমবার) বিকেল ৪ টায় বিনোদপুর বাজারের দি রাজশাহী স্টুডেন্টস ওয়েলফেয়ার ভবনে বিজয়ের ৫৪ বছরের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠানে কথা বলেন প্রফেসর নিজাম উদ্দিন।
বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের রাজশাহী শাখার সভাপতি আব্দুল মহাইমিনের সভাপতিত্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য প্রফেসর নিজাম উদ্দিন বলেন, স্বাধীনতা যুদ্ধে একটি পতাকা, সার্বভৌমত্ব পেয়েছি ঠিকই কিন্তু যা আমাদের প্রত্যাশা ছিলো তা পাইনি। ৭১ এর পর আমাদের শিক্ষা ব্যাবস্থা কে ধ্বংস করে দিয়েছে। বিচার ব্যাবস্থা কে ধ্বংস করে দিয়েছে। সংবিধান ইচ্ছে মতো পরিবর্তন করেছে। কিন্তু এগুলো সংশোধন করতে হবে।
আমি আশা করি বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির একটি দেশপ্রেমিক সংগঠন একমাত্র তারাই পারবে এ সকল সংশোধন করবে। অনুষ্ঠানের প্রধান অতিথি ড.নজরুল ইসলাম বলেন,দীর্ঘ ১৫ বছরে এধরনের সভাতে কথা বলতে দেয়নি ফ্যাসিস্টরা। এতদিনে বাংলার মানুষকে তারা ভুল বুঝিয়েছে।তদের ভুল না ধরে এখন আমাদের উচিত ভুলগুলো সংশোধন করার জন্য কাজ করা। এখন খলি গুজবের পর গুজব চলছে কিন্তু আমাদের ভারতিয় কথায় বিশ্বাস করা যাবে না। শহীদ মিনারকে বেদির আমলে তৈরি করা হয়েছে।
অনুষ্ঠানের প্রবন্ধকার রেদওয়ানুর রহমান বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন শুধু কোটা বিরোধি ছিলো না।এটা ছিলো ছাত্র জনতার সকল বৈষম্যের বিরুদ্ধে একটি গণ জোয়ার একটি বিপ্লব। আগের তুলনায় বাংলাদেশের আবাদি জমিন ২৫% কমে গেলেও তা দিয়ে আমাদের দেশের মানুষের চাহিদা পুরন করা সম্ভব। তিনি এ সময় তরুণদের আগামীর নেতৃত্ব নেওয়ার জন্য আহ্বান করেন। তরুণরা যদি নেতৃত্ব নেয় দেশ দ্রুতই এগিয়ে যাবে।
বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের রাজশাহী শাখার সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান জাহিদ বলেন,বাংলার মানুষকে বিজয়ের স্বাদ থেকে বিতারিত করতে ভারতের আধিপত্যবাদ, ফেলানি হত্যা সহ বিভিন্ন সৈরাচারি কাজ করেছে। কিন্তু ২৪ এর বিজয় ইলামের বিজয় দেশের বিজয়। এখন মানুষ পাবে বিজয়ের স্বাদ।
এ অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক প্রফেসর শাহ হোসাইন আহমেদ মেহদী বলেন, গত ১৫ বছর ফ্যাসিস্টরা চেতনার গল্প বলেছেন।শেখ মজিবুর রহমান স্বাধীনতা চইতেন না। ২৫ এ মার্চ শেখ মুজিবুর সেচ্ছায় পাকিস্তানের হাতে ধরা দিয়েছে। ৭১ আওয়ামী নেতারা ভারতে অবস্থান করছিলেন। মুজিব স্বাধীনতা চায়নি চেয়েছে পাকিস্তানের তাবেদারিত্ব তাই আমরা তাকে জাতির পিতা মানি না। মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ কারার জন্য সরকারের কাছে অনুরোধ করেন।শেখ মুজিব ছিলেন একজন গুজব ছড়ানো মানুষ যে শুধু জাতীয় নয় আন্তর্জাতিক পর্যায়ে গুজব চালিয়েছেন। আমরা ভারতের হাতে দেশকে দিতে চাই না। ভারতের বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকার আহ্বান জানান।
এ অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন আব্দুল হান্নান বলেন,গত ১৫ বছরে নারী শিক্ষার উন্নয়ন হয়েছে কিছু কিছু কাঠামোগত উন্নত হয়েছে। কিন্তু তারা বিগত ১৫ বছরে বাংলাদেশের ইতিহাস পালটে দিয়েছে। শেখ মুজিবুর রহমান স্বাধীনতার আগে মানুষকে উদ্ভুদ্ধ করলেও ২৬ এ মার্চের পর সেচ্ছায় পাকিস্তানের হাতে ধরা দিয়ে পাকিস্তানে গিয়ে ছিলেন। ভারতের আধিপত্য বিস্তারের জন্য বাংলাদেশকে স্বাধীন করেছে। যদি আমরা ভারত বিদ্বেষ না আনতে পারি তাহলে আমরা কখনোই রাজনৈতিক, অর্থনৈতিক ভাবে স্বাধীন হতে পারবো না।
এ অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের বিভিন্ন নেতারা সহ দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।