এই নির্বাচন এতো সহজ নির্বাচন নয়, দুদু

0
7
পঞ্চগড় জেলা প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গত জুলাই আগস্টের পর এই বাংলাদেশে আমরা যে পরিবর্তনের মুখোমুখি হয়েছি, সেই পরিবর্তনটাকে প্রাতিষ্ঠানিক রুপ দেওয়া, কার্যকরী  করা অর্থাৎ গনতন্ত্রের উত্তরণের যেই পথ, সেই নির্বাচনের মধ্যদিয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যেই আজ আমাদের এই সাংগঠনিক কর্মপরিকল্পনা সভা।

বৃহস্পতিবার  (২৩ জানুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা বিএনপি’র  আয়োজিত সাংগঠনিক সভা শুরুতে এসব কথা বলেন,

তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান বলে দিয়েছেন, এই নির্বাচন এতো সহজ নির্বাচন নয়। আমরা যদি  মনেকরি হাসিনা পালাইছে আওয়ামী লীগ নাই, আমরা কাজ না করলেও হবে। আসলে তা-না, মনে রাখতে হবে আমাদের দেশের ভিতরে সরযন্ত্র চলছে। আওয়ামী লীগ নেতাকর্মী ও হাসিনা পরিবার যে লুটপাট করেছে।  আমাদের পার্শ্ববর্তী দেশ যে গত তিন-তিনবার নির্বাচন, এই তামাশার নির্বাচনকে বৈধতা দিয়েছিলো। তারা আওয়ামী লীগ ও হাসিনা ছাড়া কিছু বুঝতোনা। সে জন্য আমাদেরকে তৈরি হতে হবে। সুন্দর একটি নির্বাচনের মধ্যদিয়ে, সুন্দর একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, জনতার কাতারেই আমার ১৬-১৭ বছর ধরে নির্যাতিত ছিলাম, তাই কিভাবে এগুলে আরও ভালো কিছু করা যায়, সেটাই করতে হবে। এবং সেই  পরিবর্তনের ধারাবাহিকতায় আমাদের এই সাংগঠনিক কাজ করে যেতে হবে।
পঞ্চগড় জেলা বিএনপি’র আহবায়ক জহিরুল ইসলাম কাচ্চু’র সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ হাবিব দুলু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, অধ্যাপক আমিরুল ইসলাম পৌর বিএনপির আহবায়ক তৌহিদুল ইসলাম সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।