বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে কাঁদছে গোয়ামবাসী !

নিউজ ডেস্ক:

সম্প্রতি উত্তর কোরিয়া কর্তৃক যুক্তরাষ্ট্রের গোয়ামে হামলার হুমকির পর স্থানীয় নাগরিকরা ভীতসন্ত্রস্ত হয়ে শান্তির জন্য প্রার্থনা করছেন। সংবাদ সূত্রে জানা যায়, গোয়ামের ক্যাথলিক নাগরিকরা শান্তির জন্য রবিবার প্রার্থনায় মিলিত হন।

প্রার্থনার আগে তারা শান্তি কামনায় একটি র‌্যালি বের করেন।

এ ব্যাপারে ক্যাথলিকদের ফাদার মাইক ক্রিসোসটোমা প্রার্থনাকারীদের অভয় দিয়ে বলেন, ‘খুবই ছোট্ট একটি এলাকা গোয়াম। তবে আমাদের বিশ্বাস এবং আস্থা অনেক বড়। সৃষ্টিকর্তা নিশ্চয় কোনো উপায় বের করবেন। ‘ এজন্য তিনি সবাইকে প্রার্থনা করতে বলেন। গোয়াম দ্বীপের প্রধান ধর্মযাজক পল গোফিগান প্রার্থনারতদের উদ্দেশে বলেন, যদি কোরিয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তাহলে আমরা মাত্র ১৪ মিনিট সময় পাবো। ১৪ মিনিটে আমরা কী করবো? সুতারাং সবাই প্রার্থনা করা ছাড়া কোনো উপায় নেই।

জানা যায়, গোয়ামে মোট ১ লাখ ৬২ হাজার মানুষ বাস করে। যার মধ্যে ৮০ ভাগ ক্যাথলিক। গোয়ামে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। আরামদায়ক তাপমাত্রার কারণে সেখানে প্রচুর পর্যটকের ভিড় থাকে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular