উল্লাপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ড কমিশনার লেবু হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গতকাল নয়ন জলের ছেলে আবু তালেব(৩২) প্রবাসী হান্নান হোসেনের আম গাছে থেকে আম পাড়ে। এ সময় হান্নানের কেয়ারটেকার সোহেল হোসেনের স্ত্রী সুলতানা বেগম(২৮) আবু তালেব কে বাঁধা দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এসময় সুলতান বেগম আহত হয়।
এ ঘটানার জের ধরে আজ শুক্রবার সকালে আবু তালেবসহ নয়ন জলের সাত ছেলে এবং স্থানীয় কিছু ২০-২৫ জন লোক সহকারে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সোহেল গ্রুপের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ইট-পাটকেল ও দেশীয় অস্ত্রের আঘাতে বহিরাগত সাথী বেগম ও ঝন্টু সহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (তদন্ত) আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আম পাড়া কে কেন্দ্র করে সোহেল গ্রুপ ও আলতাব গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে প্রথমে এস আই সাচ্চু বিশ্বাস সহ কয়েকজন কনেস্টেবলকে পাঠায়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রনে না আসলে আমার নের্তৃত্বে ১৫ সদস্যের একটি দল দ্রুত ঘনাস্থলে গিয়ে ১ ঘন্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে স্বক্ষম হই।
তিনি আরো জানান, এঘটনায় নারী-পুরুষ সহ দুই গ্রুপের প্রায় ১৫ জন আহত হয়েছে। আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অই এলাকায় পুলিশের টহল অব্যহত রয়েছে। উভয় পক্ষের কেউ এখন পর্যন্ত মামলা করে নি।