নানা আলোচনার পর আসিফ মাহমুদ তার দেওয়া ওই চিঠির (ডিও লেটার) ব্যাখ্যা দিয়েছেন। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যাখ্যাগুলো দেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে, উত্তর সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগের জন্য আমি সুপারিশ করেছি। আসলে, এই সিটি করপোরেশনের নিয়োগ তো এই মন্ত্রণালয় থেকেই দেওয়া হয়। ডিওটা হচ্ছে একটা অফিসিয়াল প্রসেস।
তিনি আরও বলেন, তবে খুবই দুঃখজনক, এটা যারা প্রকাশ করেছে। শুধু এটা নয়, এর আগেও এরকম ঘটনা ঘটেছে এই সরকার দায়িত্ব নেওয়ার পরেও। দীর্ঘ ১৬ বছর এখানে রাজনৈতিক নিয়োগ হয়েছে, এখনো ভেতর পর্যন্ত আমরা পুরোটা পরিষ্কার করতে পারিনি। এখনো অনেকে রয়ে গেছে, যারা সরকারকে বিব্রত করতে চাচ্ছে। আমরা তদন্ত করছি, কে বা কারা এটা ঘটাতে পারে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।