ইনস্টিটিউট অব অ্যান্ড টেকনোলজির কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারং বিভাগের ২০১৮-১৯ সেশনের উদ্দীপ্ত-২৬ স্নাতক ব্যাচের সমাপনী ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা নানা আয়োজনে জাকজমকপূর্ণভাবে দিনটি উদ্যাপন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান শাহীদা রফিক। অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য দেন আইএসটি বিশ^বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মজিদ। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন রিয়াজ। বিদায়ী বক্তব্য শেষে কেক কেটে প্রথম পর্বের অনুষ্ঠান সমাপ্ত হয়। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কবিতা আবৃত্তি করেন নুপুর, নৃত্য পরিবেশন করেন ছাত্রী পৃথা, মাশফি, হিমিকা ও সুমাইয়া। সংগীত পরিবেশন করেন তনয়, স্বপ্নীল, মাশফি, মেহেদী ও সৌহার্দ্য। অনুষ্ঠান পরিচালনা করেন আশরিকা জাহান ও কাব্য।