নিউজ ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘উত্তর কোরিয়ার বিষয়ে ধৈর্য ধরার দিন শেষ। ‘ বহু বছর ধরে তাদের বিষয়ে কৌশলগতভাবে ধৈর্য ধরা হলেও তাতে কোনো ফল হয়নি। এজন্য ট্রাম্প আর ধৈর্য ধরতে রাজি নন। খবর বিবিসির।
উত্তর কোরিয়াকে বার বার পরমাণু অস্ত্র পরীক্ষার বিষয়ে হুঁশিয়ারি দিয়ে আসছে আমেরিকা। কিন্তু তাতে কর্ণপাত না করে নিজের মতো করেই সিদ্ধান্ত নিয়েছে। নিয়মিতভাবে একের পর এক পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। এটিকে বিশ্বশান্তির সবচয়ে ‘বড় হুমকি’ বলে মনে করে আমেরিকা।
হোয়াইট হাউজে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে একটি সংবাদ সম্মেলনে ট্রাম্প তার ধৈর্যচ্যুতির বিষয়টি জানান। সংবাদ সম্মেলনে ট্রাম্প উত্তর কোরিয়াকে দ্রুত ‘দ্রুত… সুপথে ফিরে আসার’ আহ্বান জানান। নাহলে ফল ভালো হবে না বলেও হুশিয়ারি দেন।